মুর্শিদাবাদের ভরতপুরে মিহিদানা খেয়ে অসুস্থ প্রায় শতাধিক শিশু

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20211123_154738

জৈদুল সেখ, কান্দিঃ মিহিদানা খেয়ে সোমবার অসুস্থ হয়ে পড়ল মুর্শিদাবাদের ভরতপুরের আমলাই অঞ্চলের পাঁচটি গ্রামের শতাধিক শিশু।

জানা গিয়েছে, ওদিন আমলাই অঞ্চলের কয়েকটি গ্রামে একজন হকার মিহিদানা বিক্রি করতে আসেন। তাঁর কাছে শিশুরা মিহিদানা কিনে খায়। আর সেই মিহিদানা খাওয়ার ফলেই অসুস্থ হয়ে পড়ে শতাধিক শিশু বলে অভিযোগ। অসুস্থ ওই শিশুদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কিছু শিশুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের স্থানান্তরিত করা হয় কান্দি মহকুমা হাসপাতালে। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়।

ভরতপুর থানার পুলিশ ইতিমধ্যে সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, ওই হকারের মিহিদানার নমুনাও সংগ্রহ করা হবে। এই ঘটনার পর ওই শিশুদের পরিবার ব্যাপক আতঙ্কে রয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে তারা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর