এয়ারটেল প্রিপেডের ২০ % শুল্ক বাড়ছে, ২৬শে নভেম্বর থেকে কার্যকর

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

new airtel

এনবিটিভি ডেস্ক ঃ প্রসঙ্গত, গতকালই  প্রিপেড পরিষেবার চার্জ ২০ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করেছে এয়ারটেল কিন্তু আগামী ২৬ শে নভেম্বর, ২০২১ থেকেই এই বাড়তি দাম কার্যকর হচ্ছে। এক বিবৃতিতে গতকাল ভারতী এয়ারটেল সংস্থার পক্ষ থেকে টার্গেট করা হচ্ছে গ্রাহক প্রতি ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে গড় রেভিনিউ পোঁছানোর প্রচেষ্টা করা হচ্ছে। এয়ারটেল বেস প্ল্যানের দাম ৭৯ টাকা থেকে বাড়িয়ে ৯৯ টাকা হয়েছে ৯৯ মিনিটের টকটাইম সঙ্গে ২০০ এম বি ডাটা বিনামূল্যে  সেকেন্ডে প্রতি ১ পয়সা করে চার্জ করা হচ্ছে। ১৪৯ দিনের প্ল্যানের দাম বেড়েছে সেটি বেড়ে হয়েছে ১৭৯ টাকা। এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা সারা দেশে যে কোনও নেটওয়ার্কে অ্যানলিমিটেড কল করতে পারবে এবং প্রতিদিন ১০০ এস এম এস বিনামূল্যে, মোট ২ জিবি করে ডেটা পাওয়া যাবে। এছাড়াও ২১৯ টাকার এই প্ল্যানের দাম বৃদ্ধি হয়ে ২৬৫ টাকা হয়েছে এবং এই প্ল্যানে গ্রাহকদের অ্যানলিমিটেড কলিং এর সুবিধার সঙ্গে সঙ্গে প্রতিদিন ১০০ করে এসএমএস বিনামূল্যে এবং ১ জিবি করে ডেটা পাবেন। ২৪৯ টাকার পরিবর্তে ২৯৯ টাকা খরচ করতে হবে। ৩৭৯ টাকার পরিবর্তে ৭১৯ টাকা হয়েছে, ১,৪৯৮ টাকা থেকে বেড়ে ১,৭৯৯ টাকার প্ল্যানে এবার থেকে ২,৯৯৯ টাকা হয়েছে।

সূত্রের খবর, দাম বাড়লেও  এয়ারটেলের থেকে সস্তাই থাকছে ভোডাফোনের প্রিপেড পরিষেবার চার্জ।

 

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর