এনবিটিভি ডেস্কঃ এইডস দিবস অনুষ্ঠিত হল বেঙ্গালুরুর অনুপমা স্কুল অফ নার্সিং কলেজে
এইচআইভি সংক্রমণের জন্য এইডস মহামারী ছরিয়ে পড়ার জন্য সচেতনতা বৃদ্ধি করতে ব্যাঙ্গালুরুর অনুপমা স্কুল অফ নার্সিং কলেজে এইডস দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হল। এই দিনের অনুষ্ঠানে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এইডস রোগে যাদের মৃত্যু হয়েছে তাদের স্মরণ করা হয়। এই দিন কলেজের ছাত্রছাত্রীরা সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন রকমের মডেল হাতের কাজের মাধ্যমে বানিয়ে মঞ্চ সাজায় ও সাংস্করতিক অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মনে আনন্দ দেয়।
HIV দ্বারা আক্রান্ত ব্যক্তিরা চিকিতসার অভাবে বেশিরভাগ সময় মারা যান। বিশ্ব এইডস দিবসের প্রধান লক্ষ্য হল এই রোগের চিকিৎসা পরিষেবা যাতে বৃদ্ধি পায় তার জন্য প্রচেষ্টা চালানো এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। বেঙ্গালুরুর অনুপমা স্কুল অফ নার্সিং কলেজের এইডস দিবস উপলক্ষ্যে এহেন উদ্যোগ সাধুবাদ যোগ্য।
Related articles