বিধবাদের পেনশন সমস্যা দূরীকরণে সম্মেলন আসানসোলে

উজ্জ্বল দাস, আসানসোলঃ আসানসোলের CMPDI অফিসে অল ইন্ডিয়া পেনশেনার অ্যাসোসিয়েশন এবং অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অফ কোল এক্সিকিউটিভ -এর যৌথ উদ্যোগে এক সম্মেলন অনুষ্ঠিত হলো।

সোমবারের এই সম্মেলনে বিধবাদের পেনশন ও মেডিকেলে ক্যাসলেস বিষয় নিয়ে আলোচনা করা হয়।এদিনের সম্নেলনে অল ইন্ডিয়া পেনশেনার অ্যাসোসিয়েশন এবং অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অফ কোল এক্সিকিউটিভের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিনের সম্মেলনে কোল ইন্ডিয়া কর্তৃপক্ষের কাছে দাবি করা হয়, বিধবাদের পেনশনের ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয়, তার ব্যবস্থা করতে হবে। মেডিকেলে ক্যাসলেসের ব্যবস্থা করতে হবে।

Latest articles

Related articles