ট্রেন চালকের সতর্কতায় প্রাণে বাঁচল দুটি হাতি

সজাগ দুই ট্রেন চালকের তৎপরতায় প্রাণে বাঁচলো একটি শাবক সহ দুটি হাতি। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে চালসা এবং নাগরাকাটা স্টেশনের মাঝামাঝি জায়গায় চাপরামারী বনাঞ্চলে। এদিন আলিপুরদুয়ার থেকে নিউজলপাইগুড়িগামী স্পেশাল পর্যটক ট্রেনটি চালিয়ে আসছিলেন ওয়াই অমিত এবং কে বি মন্ডল। তারা হঠাৎ লক্ষ্য করেন, দুটি হাতি একটি শাবক নিয়ে রেললাইন পার হচ্ছে। সঙ্গে সঙ্গে তারা ব্রেক কসে ট্রেনটি থামান। অল্পের জন্য  প্রাণে বেঁচে যায়  হাতিগুলো। উল্লেখ্য, প্রায়ই এই রেলপথে দ্রুতগামী ট্রেনের সামনে বন্য জন্তু পড়ে গেলেও ট্রেন চালকদের তৎপরতায় কোন দুর্ঘটনা ঘটেনা সেভাবে ঘটেনা।

Latest articles

Related articles