এনবিটিভি,নদীয়া: প্রায় দু’বছর ধরে চলতে থাকা করোনা মহামারির আতঙ্ক এবং লকডাউনের ফলে স্তব্ধ হয়ে গিয়েছিল জনজীবন। বিবাহ সহ সামাজিক বিভিন্ন অনুষ্ঠান বন্ধ থাকার কারণে বহুরূপী এবং জীবন্ত মডেলের কলাকুশলীরা চরম সমস্যায় পড়েছিলেন। তবে লকডাউন শিথিল হওয়ার পর একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফিরেছেন তারা। অবশেষে শীতের শুরুতে বিভিন্ন মেলা চালু হওয়ার পাশাপাশি বিবাহ সহ অন্যান্য অনুষ্ঠানে আবারও ডাক পড়ছে তাদের।
প্রসঙ্গত, গোপাল ভাঁড়, চার্লি চ্যাপলিনরা, দু’বেলা দু’মুঠো অন্ন জোগাড় করে পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে সকলকে আনন্দ দিয়ে থাকে। পালকির বেহারারও খুশি হয়ে সাধারণ মানুষকে সাবেকি এই রীতিনীতি ধরে রাখার আহ্বান জানান। বলাই বাহুল্য, লকডাউন শিথিল হতেই বহুরূপী কলাকুশলীদের বিবাহ ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে পুনরায় ডাক পড়াই তাদের মুখে হাসি ফুটেছে বিস্তর