এনবিটিভি, মুর্শিদাবাদ: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক সাইকেল রেলির আয়োজন করল সীমান্তরক্ষী বাহিনী। গত ১২ই ডিসেম্বর শিলিগুড়ি বিএসএফের ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার থেকে এই সাইকেল রেলি যাত্রা শুরু হয়।
বৃহস্পতিবার ওই সাইকেল রেলি এসে পৌছাল মুর্শিদাবাদের রওশনবাগ বিএসএফ হেড কোয়ার্টারে। ফুলের মালা পড়িয়ে সম্মানের সাথে বরণ করা হয় সাইকেল-আরোহী জওয়ানদের।
শুক্রবার সকালে ফের ইন্দো-বাংলা সীমান্তের পেট্রোপোলের উদ্দেশ্যে ওই সাইকেল যাত্রা শুরু করে। সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন এবং যাত্রার শুভ আরম্ভ করেন ডিআইজি কর্নিক সিং সাখাওয়াত।