কিষান মান্ডিতে দালালদের হাতে নাতে ধরলেন উপপ্রধান

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

farmer

এনবিটিভি,জলঙ্গি: কিষান মান্ডিতে দালাল রাজ। এবার হাতেনাতে ধরলেন সাদিখাঁন দেয়ার গ্রাম পঞ্চায়েত উপ প্রধান মহাবুল ইসলাম। এদিন কালিগঞ্জ বাজার দিয়ে ডোমকল ব্লক থেকে আগত ইঞ্জিনচালিত ভ্যান বোঝায় ধান আটক করেন তিনি।

ঘটনার খবর জলঙ্গি বিডিও শোভন দাসকে জানালে মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানায় খবর দেন বিডিও তারপরে ওসির নির্দেশে পুলিশ এসে ধান বোঝায় গাড়ি আটক করে থানায় নিয়ে যায়।

এদিন উপ প্রধান মহাবুল ইসলাম জানান যে, গত ১৪ ডিসেম্বর অভিযোগের ভিত্তিতে বিডিও ও বিধায়ক হঠাৎ হানা দেয় কিষান মান্ডিতে। কিষান মান্ডিতে হানা দিয়ে ধান ক্রয় আধিকারিকদের কড়া ভাষায় সতর্ক করেন। তারপরে এদিন হঠাৎ করে ধান বোঝায় গাড়ি আটক করেন মহাবুল ইসলাম। এই বিষয়ে জলঙ্গির বিডিও শোভন দাস জানান, আমরা সর্বদায় দুর্নীতির বিরুদ্ধে কাজ করে চলেছি। আর আমি আবারও ধান ক্রয় কর্মীদের সতর্ক করেছি ।এর পরে আবার এই ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা নিজের ব্লকের চাষীদের জন্য প্রত্যেক পঞ্চায়েতকে একদিন একদিন করে ভাগ করে দিয়েছি। তার পরেও এই রকম ঘটনা মেনে নেওয়া যাবেনা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর