এনবিটিভি, আসানসোলঃ পশ্চিম বর্ধমান জেলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আসানসোলের কল্যাণপুরের পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মহম্মদ ইউনুস একথা জানান। এদিন এই প্রসঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মহম্মদ ইউনুস বলেন, সম্প্রতি আসানসোল জেলা হাসপাতাল ১০ জন, পশ্চিম বর্ধমানের জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে ৩ জন সহ জেলায় বহু মানুষ করোনা আক্রান্ত হয়েছে। তাই সেভ হোম গুলোকে পরিস্কার করা হচ্ছে।”
উল্লেখ্য, এদিন সকলকেই কোভিড বিধি মেনে চলার আবেদন জানিয়েছেন পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এসকে মোঃ ইউনুস। আসানসোলের বেশীরভাগ এলাকায় প্রশাসনের টহলদারি দেখা যাচ্ছে। তবে সাধারণ মানুষের সচেতন না হলে, করোনা সংক্রমণের হার কমানো সম্ভব নয়। তাই মানুষকে সচেতন থাকতে এবং দূরত্ব বজায় রেখে চলাচল করতে সঙ্গে মাস্ক ব্যবহার করতে এবং নিয়মিত হাত স্যানিটাইজার করার প্রতি বেশি জোর দেওয়ার কথা বলা হচ্ছে।
এদিন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: এসকে মোঃ ইউনূস আরও জানান, রাজ্যের অন্যান্য জেলা ছাড়াও পশ্চিম বর্ধমান জেলাতেও কোভিড প্রচুর পরিমাণে বাড়ছে। আসানসোল জেলা হাসপাতালের আর্টিফিসিয়াল ল্যাবে প্রায় ১০ জন আক্রান্ত হয়েছে। তবে এখনও অব্দি চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে। এভাবে যদি সবাই পজিটিভ হতে থাকে তাহলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হবে বলে মনে করছি। আমরা চাইবো যাতে হাসপালে পরিষেবা জেনো ভালো থাকে, তাই সকলকে সচেতন থাকতে হবে।”