ফোনে স্বামীর সঙ্গে বচসার জেরে কীটনাশক পান করে আত্মঘাতী গৃহবধূ

এনবিটিভি, মালদাঃ  মালদায় ফোনে স্বামীর সঙ্গে বচসা। অভিমানে কীটনাশক পান করে আত্মঘাতী গৃহবধূ। চাঞ্চল্যকর ঘটনাটি বৈষ্ণবনগর থানার ভগবানপুরের। আত্মঘাতী বধূর নাম ঝুমা মণ্ডল (‌২২) ‌। তাঁর স্বামী দীগম্বর মণ্ডল মজুরের কাজে কেরালায় রয়েছেন। বছর তিনেক আগে তাঁদের বিয়ে হয়। বছর দুয়েকের পুত্রসন্তান রয়েছে তাঁদের। কালিয়াচক থানার আদিনগরে ওই বধূর শ্বশুরবাড়ি।

স্বামী কেরালা যাওয়ার পর থেকে বাপের বাড়ি ভগবানপুরে ছিলেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, এদিন সকালে স্বামীর সঙ্গে ফোনে কথা কাটাকাটি হয়। তরপর মেয়ে ব্যাঙ্কে যাওয়ার নাম করে কীটনাশক কিনে নিয়ে আসেন। বাড়ির ছাদে বসে কীটনাশক পান করেন তিনি। পরে অচৈতন্য হয়ে পড়লে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান।

Latest articles

Related articles