উমরা হজ্জ্বে গেলেন মির্জাপুর খ্যাত গুড্ডু পণ্ডিত

এনবিটিভি ডেস্কঃ  সম্প্রতি উমরা হজ্জ্ব করতে দেখা গেল মির্জাপুর খ্যাত গুড্ডু পণ্ডিত ওরফে আলী ফজলকে।  তিনি তার ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও পোস্টের মাধ্যমে ভক্তদের জানান সম্প্রতি উমরা হজ্জ্ব করছেন।

পোস্টের ক্যাপশন এ লেখেন ‘আমার যাত্রা শুর হয় মদীনা থেকে আর শেষ হয় মক্কায়। এখানে আসতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। এখানে আসার অন্যতম কারন হল আমার মা আর নানা। তাদেরকে হারিয়ে যে ক্ষতি আমার জীবনে হয়েছে তা কখনো পূরণ হওয়ার নয়। এইখানে এসে আমি আমার বন্ধু আত্মীয়দের জন্য প্রর্থনা করবো তারা যাতে আরও বেশি করে ভালোবাসা ছড়াতে পারে’।

সোশ্যাল মিডিয়ায় গুড্ডু।

সম্প্রতি হলিউড মুভি ‘ Death On The Nile’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা কে। এর আগে ‘Fast and Furious 7’ অভিনয় করতে দেখা গেছে অভিনেতাকে। বলিউডে ‘থ্রী ইডিয়ট’ সিনেমার মাধ্যমে ডেবিউ করেন জয়ের চরিত্রে অভিনয় করে সকলের নজর কাড়েন। এরপর Fukrey, Fukrey Returns এ অভিনয় করেন। সকলের নজর কাড়েন ‘মির্জাপুর’ ওয়েব সিরিজে ‘গুড্ডু ভাইয়ার’ চরিত্রে।

Latest articles

Related articles