নিত্যদিন ক্যানিং শহরে চুরির ঘটনায় অতিষ্ঠ এলাকাবাসি, এবার সমাধানের আশায় বিধায়কের দ্বারস্থ

এনবিটিভি, দক্ষিন ২৪ পরগনাঃ ক্যানিং শহর জুড়ে বাড়ছে দিনে রাতে চুরির ঘটনা, বাড়ছে ডাকাতির মতো ঘটনাও কিন্তু বারবার পুলিশের কাছে দ্বারস্থ হয়েও মেলেনি সমাধান। তাই এলাকাবাসী এবার দারস্থ বিধায়কের কাছে ।

প্রতিনিয়ত চুরির ঘটনা বাড়তে থাকায় আতঙ্কিত এলাকাবাসী। কখনো গৃহস্থের বাড়ীতে, কখনো লঞ্চ ঘাট থেকে বোট চুরি তো কখনও ঘটছে  খোদ পুলিশ কর্মীদের বাড়ীতে চুরির ঘটনা। এর পাশাপাশি বাড়ছে শহর জুড়ে ছিনতাই এর ঘটনা।

আর তাই এর সুরাহা করতে আজ সকালেই বিধায়কের কাছে দারস্থ হল এলাকা বাসী। বিধায়ক এলাকা বাসীকে আশ্বাস দিয়ে তিনি বলেন, “এ বিষয়ে সচেতন করতে পথে নামবেন এবং রাতে এলাকায় পাহারাদারের ব্যাবস্থা করবেন।”

Latest articles

Related articles