ঘুটিয়ারি শরীফ, এনবিটিভিঃ দীর্ঘদিন ধরে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার ফলে বিপুল পরিমাণে ছাত্র-ছাত্রীরা সমস্যার সম্মুখীন হচ্ছে। দোকানপাট মেলা খেলা মিটিং-মিছিল ট্রেন বাস সবকিছু স্বাভাবিক থাকলেও বন্ধ রাখা হচ্ছে স্কুল। ‘স্কুল খোলো’র দাবিতে শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ঘুটিয়ারি শরীফে মহিলা সংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল আয়েজন করা হয়। এদিন ঘুটিয়ারি শরীফ রেললাইন থেকে ঘুটিয়ারি শরীফ বালিকা বিদ্যালয় পর্যন্ত মহিলা সংগঠনের বিক্ষোভ মিছিল চলে।
এদিনে সংস্কৃতিক সংগঠনের মহিলাদের দাবি তোলে যে, “অবিলম্বে অফলাইন স্কুল চালু করতে হবে। কোন অনলাইন বা ‘পাড়ায় শিক্ষালয়’ রাজ্যে সরকারের সিদ্ধান্তকে মেনে নেওয়া হবে না। খোলা মাঠে স্কুল নয়, অবিলম্বে স্কুল খুলে বাচ্চাদের পঠন পাঠন চালু করতে হবে।’
এদিনে বিক্ষোভ মিছিল থেকে জাতীয় শিক্ষানীতি ২০২০ কে বাতিল করার আওয়াজ তোলা হয়। তাদের দাবি জাতীয় শিক্ষানীতি ২০২০-র মাধ্যমে সরকার শিক্ষাকে বেসরকারি করণের বড় চক্রান্ত। ফলে সাধারণ ঘরের ছেলে মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হবে। তাই জাতীয় শিক্ষানীতি ২০২০ কে কোনভাবে মেনে নেবোনা বলে আওয়াজ তোলে।
এদিনের বিক্ষোভ মিছিলে সংগঠনের মহিলা ছাড়াও এলাকার সাধারণ মানুষ বিক্ষোভ মিছিলে পা মেলায়। এদিন মহিলা সংস্কৃতিক সংগঠন ‘স্কুল খোলার জন্য’ এলাকায় বালিকা বিদ্যালয় সহ একাধিক বিদ্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এবং লিখিত আকারে স্কুলের প্রধান-শিক্ষিকার শিক্ষকদের কাছে স্মারকলিপি জমা দেন।