পশ্চিম বর্ধমান, এনবিটিভি ডেস্ক:আসানসোলের ইসমাইলে সবলা মেলার উদ্বোধন করলেন মন্ত্রী মলয় ঘটক।শনিবার প্রদীপ প্রজ্বলন করে সবলা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে এই সবলা মেলা শুরু হয়েছে।স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি জিনিসপত্র এই সবলা মেলায় তুলে ধরা হয়েছে।এই সবলা মেলায় মন্ত্রী মলয় ঘটক ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ, ADDA এর চেয়ারম্যান তাপস ব্যানার্জি, আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন।