ইউক্রেন ইস্যুতে পুতিন-এরদোগানের ফোন, শর্ত দিলেন পুতিন

ইউক্রেন দাবি মানলে হামলা বন্ধ হবে বলে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবার এই দুই নেতার মধ্যে ফোনালাপ হয়। সেখানেই পুতিন এরদোগানকে এমনটি বলেন। ক্রেমলিনের পক্ষ থেকে এই ফোনালাপের তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেশী ইউক্রেনকে অসামরিকায়ন ও নাৎসিমুক্ত করার লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে দেশটিতে সামরিক অভিযান শুরু করে রুশ সৈন্যরা। রাশিয়ান নেতা এরদোগানকে জানান, আক্রমণ পরিকল্পনা অনুযায়ী এবং সময়সূচি অনুযায়ী চলছে। পুতিন সম্প্রতি একাধিকবার এমন মন্তব্য করেছেন।

একটি বিবৃতিতে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, পুতিন আশা করছেন ইউক্রেনের আলোচকেরা আরো আলোচনায় আরো গঠনমূলক পন্থা অবলম্বন করবেন।এদিকে এরদোগানের অফিসের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, তুরস্কের নেতা ফোনালাপে পুতিনকে যুদ্ধ বিরতি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

সূত্র : নয়া দিগন্ত

Latest articles

Related articles