আগুনে ভস্মীভূত ছয় পরিবারের গবাদিপশু সহ বসতবাড়ি

নিউজ ডেক্স,এনবিটিভি: ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার ছয়টি পরিবারের বসতবাড়ি , ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিতলা থানার বেগুনডিহি গ্রামে। স্থানীয় সুত্রে বুধবার রাতে হঠাৎ আগুন লাগে । দাবানলের মতো জ্বলতে থাকে পরপর ছয়টি বাড়ি । গভীর রাতে আগুনের তাপে ঘুম ভেঙে যায় অনেকের।গ্রামবাসিরা নজেদের কয়েক ঘন্টার মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়। স্থানীয়দের অভিযোগ দমকলকে খবর দেওয়া হলেও গ্রামবাসীরা আগুন নেভানোর পর এসে পৌঁছায় দমকল। তবে কিভাবে আগুন লেগেছে তা কেউই জানেনা। ভয়াবহ আগুনের কবল থেকে গ্রামবাসীরা কোনরকম প্রাণে বাঁচলেও ছটি পরিবারের বসতবাড়ি শেষ হয়ে গেছে। বাড়ির আসবাবপত্র সহ থাকা,টাকা-পয়সা গবাদিপশু সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। বাড়িঘর হারিয়ে নিঃস্ব ছয়টি পরিবার এখন সরকারী সাহায্যের আবেদন জানিয়েছেন।

Latest articles

Related articles