শুরু হয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট গণনা, কিভাবে দেখবেন সঠিক ফলাফল ?

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

ভোট গণনা।
ভোট গণনা।

এনবিটিভি ডেস্কঃ আজ শুরু হয়েছে উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, মনিপুর, উত্তারাখণ্ড পাঁচটি রাজ্যের বিধানসভা ভোটের গণনা। বেলা ১১ টা পর্যন্ত যা ফলাফল তুলে ধরা হয়েছে সেখানে পঞ্জাব ছাড়া চারটি রাজ্যে অর্থাৎ উত্তরপ্রদেশ, গোয়া, মনিপুর ও উত্তারাখণ্ড বিজেপি সকলের থেকে আগেই ছুটছে।   এদিকে আম আদমি পার্টি  পঞ্জাব দখল করতে চলছে। দিল্লির কেজরিওয়াল মডেল এখন পঞ্জাবের সিংহাসন দখল করবে তা বেলা শেষে পরিষ্কার হয়ে যাবে।  

বিভিন্ন সংবাদমাধ্যম এবং মহল বিভিন্নরকম পরিসংখ্যান তুলে ধরা হচ্ছে। তবে ভোটের ফলাফল সবথেকে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যায় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে।

কীভাবে নির্বাচন কমিশনের সাইট থেকে ভোটের ফলাফল দেখবেন?

১)  নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট eci.gov.in-তে যান।

২) স্ক্রিনের উপর ‘Visit ECI Result Website’-তে ক্লিক করুন।

৩) নয়া একটি পেজ খুলে যাবে।

৪) ‘GENERAL ELECTIONS TO ASSEMBLY CONSTITUENCY-2022’-তে ক্লিক করুন।

৫) সেখানে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল দেখতে পারবেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর