ভোটের ফলাফল আমাদের জন্য একটি শিক্ষা, ঘুরে দাঁড়ানোর শপথ নিতে হবে: মায়াবতী

এনবিটিভি ডেস্কঃ  পাঁচ রাজ্যের মধ্যে চারটি বিজেপি’র ঝুলিতে। খোদ উত্তরপ্রদেশে বিজেপি’র পরাজয়ের ঝোড়ের আওয়াজ শোনা গিয়েছিল, তবে বেলা শেষে সেটা দিবা স্বপন ছাড়া কিছুই নয়। এদিকে ভোটের ফলাফলের পরেই একে ওপরের কাদা ছোড়া ছুড়ি শুরু হয়ে গিয়েছে। কার জন্য বিজেপি’র এই জয়? তার দায় কেউ নিতে প্রস্তুত নয়। তবে শুক্রবার বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী শুক্রবার বলেন, “উত্তর প্রদেশের নির্বাচনী ফলাফল আমাদের জন্য একটি পাঠ। আগামী দিনে কোমর বেঁধে নামতে হবে।

দলের সদস্যদের নিরুৎসাহিত না হওয়ার আহ্বান জানিয়ে মায়াবতী বলেন “উত্তর প্রদেশের নির্বাচনী ফলাফল বিএসপির ভবিষ্যদ্বাণীর সাথে সঙ্গতিপূর্ণ নয়। এটাও আমাদের জন্য নিরুৎসাহের কারণ হওয়া উচিত নয়। বরং আমাদের এটি থেকে শিক্ষা নেওয়া উচিত, এই ফলাফলের প্রতি চিন্তাভাবনা করা উচিত এবং ক্ষমতায় ফিরে আসার জন্য আমাদের দলের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।”

প্রসঙ্গত উত্তরপ্রদেশ নির্বাচনে মায়াবতী ৪০৩ টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিলেও মাত্র একটি আসন জিতেছে বিএসপি। অন্যদিকে প্রায় ১৩ শতাংশ ভোট পেয়েছে বিএসপি। যেখানে বিজেপি ৪১.৩ শতাংশ ও সমাজবাদী পার্টি ৩২ শতাংশ ভোট পেয়েছে।

 বিএসপি’র সুপ্রিম মায়াবতী বলেন যে, “ অনেকেই আমাদেরকে বিজেপি-র বি টিম বলে আখ্যায়িত করে প্রচার করে বেড়াচ্ছিল। এবার আমরা জনগণকে বিশ্বাস করাতে সফল হয়েছি যে,  বিএসপি বিজেপির বি-টিম নয়। বরং এখন তা একবারেই দিবালোকের ন্যায় পরিষ্কার। বিজেপি ও বিএসপির মধ্যে লড়াইটি কেবল রাজনৈতিক নয় বরং আদর্শিক নির্বাচন ছিল।”

Latest articles

Related articles