শিক্ষার প্রদীপ জ্বালিয়ে রাখতে পড়ুয়াদের বৃত্তি প্রদান আমানত ফাউন্ডেশনের

এনবিটিভি ডেস্কঃ শিক্ষাই পারে মানব জাতীর আমূল পরিবর্তন আনতে। উচ্চ শিক্ষা অর্জনের সকলের ইচ্ছা থাকলেও তা কজনের বা কপালে জটে। মধ্যবিত্ত পরিবারের সন্তানদের উচ্চ শিক্ষা অর্জনের জন্য অনেকটাই স্বপ্ন হয়ে থাকে। যদিও কিছু পড়ুয়া ও তার পরিবারের হাড়হিম করা খাটুনির পরে কখনও সফল হয়। আবার অনেকেই অর্থের অভাবে নিরাশা হয়ে জীবনের উচ্চ শিক্ষা অর্জনের পথ থেকে পিছু পা হতে বাধ্য হন। রবিবার আমানত ফাউন্ডেশনের উদ্যোগে কলকাতায় ‘ইওর স্পেস’ হলে বেশ কিছু ডাক্তারি পড়ুয়াদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেন।

এদিনের উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা পড়ুয়াদের পাশে থাকার জন্য আমানত ফাউন্ডেশনের কর্মকর্তাদের ধন্যবাদ জানায়। আগামীদিনে রাজ্যে তথা দেশে দুস্থ ও মেধাবী পড়ুয়াদের ভরসা স্থল হয়ে উঠবে বলে খুবই আশাবাদী।  

Latest articles

Related articles