গরীব ছাত্রের সঙ্গে চলচ্চিত্র নির্মাতা বিনোদ কাপ্রির কথোপকথনের ভিডিও ভাইরাল

এনবিটিভি ডেস্কঃ জাতীয় পুরস্কার বিজয়ী বিনোদ কাপ্রির সঙ্গে ১৯ বছর বয়সী প্রদীপ মেহরার সাথে কথোপকথনের ভিডিও দেশ জুড়ে বেশ ভাইরাল হয়েছে।  প্রদীপ মেহরা মধ্যরাতে নয়ডার একটি রাস্তায় ছুটছিল। চলচ্চিত্র নির্মাতা কৌতূহল বশত তার গাড়ির গতি কমিয়ে দেন। শুরু হয় প্রদীপ মেহরার সঙ্গে এক লোমহর্ষক ও অনুপ্রেরণা মূলক কথোপকথন।

বিনোদ কাপ্রি গাড়ি চলন্ত অবস্থায় প্রদীপ মেহরাকে বারংবার বললেও প্রদীপ তার গাড়িতে ওঠেনি। বরং সে গাড়ির সঙ্গে ছুটতে ছুটতে তার পরিবারের করুণ অবস্থা ও তার জীবনের একমাত্র লক্ষ্য আর্মিতে যোগদানের কথা শেয়ার করছিল।  

চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক কাপ্রি রবিবার এক টুইটে সেই গভীর রাতের অভিজ্ঞতা শেয়ার করে লেখেন, “প্রদীপ বেহরা একটি খাঁটি সোনা। গতরাতে প্রায় ১২টার দিকে আমি এই ছেলেটিকে নয়ডার একটি রাস্তায় কাঁধে ব্যাগ নিয়ে দৌড়াতে দেখে। আমি ভেবেছিলাম যে, সে কিছু সমস্যার সম্মুখীন হয়েছে তাই আমি তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার প্রস্তাব দিয়েছিলাম। তবে প্রদীপ আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে। আপনি তার প্রেমে পড়ে যাবেন যখন আপনি জানতে পারবেন যে কেন সে আমার প্রস্তাবকে “অস্বীকার” করে।”

https://twitter.com/vinodkapri/status/1505535421589377025?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1505535421589377025%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Findia-news%2Ffilmmaker-vinod-kapri-s-conversation-with-army-aspirant-goes-viral-here-s-what-happened-101647840826953.html
ভাইরাল ভিডিও

Latest articles

Related articles