এনভিটিভি, ওয়েবডেস্ক: মহিলাকে বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার নাদাই গ্রামে। ইতিমধ্যেই অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে পেশ করা হয়েছে জঙ্গিপুর মহকুমা আদালতে। পুলিশ সূত্রে খবর, সান্ত্বনা মণ্ডল নামে ওই মহিলা রবিবার রাতে নিজের বাড়িতেই কাজ করছিলেন। সেই সময় স্বপন মণ্ডল নামে এক ব্যক্তি হঠাৎই তার বাড়িতে ঢুকে পড়েন এবং চাকু দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যান।জানা গিয়েছে, সান্ত্বনার ছোট বোন বৈশাখী মণ্ডলকে নিয়ে দুই বছর আগে পালিয়েছিলেন স্বপন। এই ঘটনা মেনে নিতে পারেননি ওই মহিলা। যে কারণে অভিযুক্ত এবং ওই মহিলার মধ্যে চাপা ক্ষোভ ছিল। মৃতের এক আত্মীয় জানান, ‘রবিবার আমরা যখন বাড়ির ছাদে শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম। সেই সময়ে হঠাৎই ওই ব্যক্তি কয়েকজন লোক নিয়ে বাড়িতে ঢুকে পড়ে এবং সান্ত্বনাকে কুপিয়ে খুন করে পালায়’। ইতিমধ্যেই মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
Related articles