Friday, April 18, 2025
26 C
Kolkata

বিরাটের শতরানে উচ্ছাসে মাতল পাকিস্তানের ভক্তকুল, উচ্ছসিত পাক সংবাদমাধ্যমও

গতকাল রাতে ম্যাচ চলাকালীন বিরাট অনুরাগীদের উপচে পড়া উচ্ছ্বাস দেখা গেল পাকিস্তানে।  আর এই ভিডিও সমাজমাধ্যমে আসা মাত্রই রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। গতকাল থেকে বিরাট ঝড়ে কার্যত লন্ডভন্ড গোটা ক্রিকেট বিশ্ব।

তবে এই ঝড় কোন প্রাকৃতিক দুর্যোগ নয়। গতকাল রাতে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এ আবারো পুরনো মেজাজে দেখা গেল বিরাট কোহলিকে। পাকিস্তানের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলে শত রান করলেন তিনি। গতকাল পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে নিজের রেকর্ড নিজে ভাঙলেন বিরাট কোহলি।

গতকাল এই ভিডিও প্রকাশ্যে আসা মাত্র আরো একবার প্রমাণিত হলো, ক্রিকেট অনুরাগীদের কাছে ক্রিকেটটাই সবচেয়ে বড় ধর্ম। বিরাট সেঞ্চুরি আরো একবার মুছে দিল সীমান্তের বেড়াজাল। 

এদিকে পাকিস্তানী সংবাদমধ্যকেও দেখা গেছে কোহলির খেলাকে ঘিরে উচ্ছাস। দেশের প্রধান দৈনিক দ্যা ডনের শিরোনামে লিখেছে – “চ্যাম্পিয়ন্স ট্রফি: বিরাট কোহলির দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সহজ জয়।”

একই প্রকাশনার একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে সেখানে বলা হয়েছে, কিংবদন্তি ওয়াসিম আকরাম বা ইমরান খান সহ বা অন্য কোনো ক্রিকেটার কোহলির চেয়ে ভারত-পাকিস্তান ম্যাচে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেননি।

প্রতিবেদনে লেখা হয়েছে, “ইচ্ছে না থাকলেও আমরা স্বীকার করতে বাধ্য পাক-ভারত ক্রিকেট ম্যাচের ইতিহাসে কোহলিই সর্বকালের সেরা খেলোয়াড়। সীমান্তের দু’দিকের অন্য কোনো খেলোয়াড়ের তার চেয়ে বেশি প্রভাব নেই। ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, কেউই নয়।”

অন্য একটি প্রধান ওয়েবসাইট, জিও নিউজ, “কোহলির দুর্দান্ত পারফরম্যান্সে ভারতের বিরুদ্ধে হাই-স্টেক চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচে পাকিস্তানের পরাজয়” শিরোনামে খবর প্রকাশ করেছে, যেখানে ভারতের রান তাড়ার ক্ষেত্রে কোহলির রেকর্ড ইনিংসের প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে।

সেমিফাইনালে তাদের যোগ্যতা নিশ্চিত করার পর, ভারত পরের সপ্তাহে, ২ মার্চ দুবাইতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।

Hot this week

মুর্শিদাবাদের রেললাইনের ধারে বোমা রেখে পালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই যুবক

প্রতিনিয়ত ঘটে যাওয়া ঘটনার কারণে বারংবার মুর্শিদাবাদের নাম উঠে...

উর্দু ভাষার অস্তিত্ব টিকিয়ে রাখতে, আদালতে দায়ের হওয়া মামলা খারিজ করল উচ্চ আদালত

বিখ্যাত রক তারকা রুপম ইসলাম লিখেছিলেন, 'ভাষা কোন অবোধ...

কেন শতাব্দী রায় লোকসভায় ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কোনো পক্ষেই ভোট দিলেন না?

কেন শতাব্দী রায় লোকসভায় ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কোনো...

Topics

মুর্শিদাবাদের রেললাইনের ধারে বোমা রেখে পালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই যুবক

প্রতিনিয়ত ঘটে যাওয়া ঘটনার কারণে বারংবার মুর্শিদাবাদের নাম উঠে...

কেন শতাব্দী রায় লোকসভায় ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কোনো পক্ষেই ভোট দিলেন না?

কেন শতাব্দী রায় লোকসভায় ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কোনো...

ছত্তিশগড়ের রায়পুরে চার্চে হামলা : বজরং দলের অভিযুক্ত, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন

ছত্তিশগড়ের রায়পুরে ওয়াআরএস কলোনিতে প্রায় ২০ বছর আগে তৈরি...

Related Articles

Popular Categories