Tuesday, February 25, 2025
26 C
Kolkata

দ্বিতীয় বার শিল্ড জয় করে ভারত সেরা মোহনবাগান

মনবীর সিং বল বাড়িয়ে দিলেন দিমিত্রি পেত্রাতোসের দিকে, এই মুহূর্তে প্রত্যেক মোহনবাগান সমর্থকদের হৃদস্পন্দন তুঙ্গে। অতিরিক্ত সময়ের নয় মিনিটের মধ্যে চার মিনিট পেরিয়ে গেছে, এবং সম্ভবত এটিই ছিল মোহনবাগান সুপার জায়ান্টের ঘরের মাঠে এই বছরের ইন্ডিয়ান সুপার লিগ জেতার শেষ সুযোগ। পেত্রাতোস ঘুরে দাঁড়িয়ে শট নিলেন, এবং বল ওড়িশা এফসির ছড়িয়ে পড়া রক্ষণভাগ ও গোলরক্ষককে পাশ কাটিয়ে গিয়ে জালের জড়িয়ে গেল।

এর সঙ্গে মোহনবাগান আইএসএল ইতিহাসে প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার কৃতিত্ব অর্জন করল এবং পাশাপাশি মহাদেশের দ্বিতীয় স্তরের ক্লাব প্রতিযোগিতা, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ জায়গা নিশ্চিত করল। এখনও দুটি ম্যাচ বাকি থাকলেও, মোহনবাগান ২২ ম্যাচে ৫২ পয়েন্ট সংগ্রহ করেছে এবং দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়ার সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছে। ২১ ম্যাচে ৪২ পয়েন্ট অর্জন করেছে এফসি গোয়া। গত মৌসুমে মোহনবাগান ৫০ পয়েন্ট নিয়ে আইএসএল শিরোপা জিতেছিল।

৮৫তম মিনিটে মনে হয়েছিল জট খুলে গেছে। কিন্তু পরমুহূর্তে ঘটলো বিপত্তি। মোর্তাদা ফাল, বক্সের সীমানায় জেমি ম্যাকলারেনকে ফাউল করেন। এই ঘটনা পেনাল্টির আবহ সৃষ্টি করে। তবে বরাদ্দ হলো শুধুই একটি ফ্রিকিক। এর চার মিনিট আগে, পেত্রাতোস দুর্দান্তভাবে ম্যাকলারেনকে সুযোগ তৈরি করে দিয়েছিলেন, কিন্তু তিনি গোল করতে ব্যর্থ হন।

প্রথমার্ধ ও বিরতির পরের সময়টা দু’দলের এলোমেলো ফুটবলের মধ্য দিয়ে কেটেছে, যদিও ওড়িশা কিছুটা আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করেছিল। বিশেষ করে ৬৫তম মিনিটে, হুগো বুমোস সুযোগ পেয়ে দুরন্ত দৌড়ে ডি-বক্সে ঢুকে গোলের শট নেন, তবে বিশাল কৈথ দুর্দান্ত ডাইভিং সেভ করে বল দখলে নেন। এর আগে মনবীর সহজ একটি সুযোগ নষ্ট করেন; তিনি বক্সের ভেতরে শটটি পোস্টের বাইরে পাঠিয়ে দেন।

এর আগে ম্যাকলারেন ওড়িশা এফসি একের পর এক আক্রমণ চালান এবং মোহনবাগান গোল রক্ষকের পরীক্ষা নেন। কিন্তু বারবার গোলরক্ষক অমরিন্দর সিং- এর কারণে প্রতিপক্ষকে ব্যর্থ হতে হয়। ৭৮তম মিনিটে, পেত্রাতোস টম অলড্রেডের জায়গায় বদলি হিসেবে নামেন। 

অবশেষে মোহনবাগান ১-০ গোলে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করেদেয়। ৯৩ মিনিটের খেলার শেষে, মোহনবাগান সমর্থকদের মায়াবী রাতে স্বপ্ন পূরণের অঙ্গীকার পূরণ হলো। কাল যুবভারতীতে ৫৭ হাজার ফুটবল প্রেমী, ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচকে উপেক্ষা করে আবারো প্রমাণ করে দিলেন, “সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল।”

Hot this week

মুখ্যমন্ত্রীর নির্দেশে, ডাক্তারদের বেতন বৃদ্ধি !ডাক্তারদের মূল সমস্যার সমাধান কি হলো? উঠছে প্রশ্ন

    সোমবার ডাক্তারদের মুখোমুখি হলেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়।...

পাকিস্তানের বিরুদ্ধে ফের শত রান, ১৪০০০ রানের আরব্য উপন্যাস রচনা করলেন বিরাট!

বিরাট ঝড় সামলাতে ব্যর্থ পাকিস্তান ! মহা তারকার মহা বিস্ফোরণে,...

বিরাটের শতরানে উচ্ছাসে মাতল পাকিস্তানের ভক্তকুল, উচ্ছসিত পাক সংবাদমাধ্যমও

গতকাল রাতে ম্যাচ চলাকালীন বিরাট অনুরাগীদের উপচে পড়া উচ্ছ্বাস...

নিয়োগ দুর্নীতি: সিবিআই চার্জশিটে বিজেপি নেতা অরুণ হাজরার নাম, ৭৮ কোটি টাকার লেনদেনের অভিযোগ

সিবিআই সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট...

মিথ্যে অভিযোগে নির্মম পুলিশি অত্যাচার: গর্ভবতী স্ত্রী ও দুই মেয়ে রেখে আত্মহত্যা করলেন জম্মুর যুবক

পুলিশি নির্যাতনেরর পর ভয়ে আত্মহত্যা করলেন জম্মু ও কাশ্মীরের...

Topics

মুখ্যমন্ত্রীর নির্দেশে, ডাক্তারদের বেতন বৃদ্ধি !ডাক্তারদের মূল সমস্যার সমাধান কি হলো? উঠছে প্রশ্ন

    সোমবার ডাক্তারদের মুখোমুখি হলেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়।...

পাকিস্তানের বিরুদ্ধে ফের শত রান, ১৪০০০ রানের আরব্য উপন্যাস রচনা করলেন বিরাট!

বিরাট ঝড় সামলাতে ব্যর্থ পাকিস্তান ! মহা তারকার মহা বিস্ফোরণে,...

বিরাটের শতরানে উচ্ছাসে মাতল পাকিস্তানের ভক্তকুল, উচ্ছসিত পাক সংবাদমাধ্যমও

গতকাল রাতে ম্যাচ চলাকালীন বিরাট অনুরাগীদের উপচে পড়া উচ্ছ্বাস...

নিয়োগ দুর্নীতি: সিবিআই চার্জশিটে বিজেপি নেতা অরুণ হাজরার নাম, ৭৮ কোটি টাকার লেনদেনের অভিযোগ

সিবিআই সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট...

যোগীর রাজ্যে আবার টার্গেট মুসলমান সমাজ : গোরখপুরে একবছরের মধ্যে দুবার একই জায়গায় মসজিদ ভাঙার উদ্যোগ

বিনা অনুমোদনে নির্মাণের অজুহাতে গোরখপুর শহরের মেওয়াতিপুর এলাকায় একটি...

আগামী বছরেই চালু হতে চলেছে সৌরভ গাঙ্গুলীর ইস্পাত কারখানা

আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। আগামী দেড়-দুবছরের মধ্যেই পশ্চিম...

বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ মাহবুবুল হককে গ্রেপ্তার: বিজেপি সরকারের প্রতিহিংসার রাজনীতি?

গতকাল রাতে মেঘালয়ের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়...

Related Articles

Popular Categories