
এবার উচ্চ মাধ্যমিক ২০২৫-এর ফলাফল প্রকাশ করা হলো পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৫০ দিন পর। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই ফলাফল ঘোষণা করেছেন। এবারের পরীক্ষা শুরু হয়েছিল ৩ মার্চ এবং শেষ হয়েছিল ১৮ মার্চ।
এই বছরের মেধাতালিকায় সবচেয়ে রাজ্যে সবচেয়ে এগিয়ে আছে হুগলি জেলা। প্রথম দশে হুগলি থেকে ১৪ জন শিক্ষার্থী স্থান পেয়েছে। কলকাতা থেকে ৪ জন এবং পূর্ব মেদিনীপুর সহ বাঁকুড়া ও বর্ধমান থেকে ৫ জন আছে মেধাতালিকায়। অন্যান্য জেলা জুড়ে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব বর্ধমান থেকে ৭ জন, কোচবিহার থেকে ৬ জন।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুযায়ী, গত ১০ বছরের মধ্যে কোভিডের পর এবার সবচেয়ে ভালো ফলাফল দেখা গিয়েছে। প্রথম স্থান অধিকার করেছে পূর্ব বর্ধমানের রূপায়ণ পাল (৪৯৭)। দ্বিতীয় স্থানে রয়েছে কোচবিহারের তুষার দেবনাথ (৪৯৬ নম্বর)। এবং অন্যদিকে কলকাতার তথাগত রায় অষ্টম স্থান পেয়ে শহরের মধ্যে প্রথম হয়েছেন।