এনবিটিভি,জ্যোতির্ময় মন্ডল, পূর্ব বর্ধমান:
চোলাই সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করল মন্তেস্বর থানার পুলিশ। ধৃত মহাদেব দাস, পরেশ দাস, ভীম দাস, মন্তেস্বর ব্লকের কামরা গ্রামের বাসিন্দা।থানা সূত্রে জানা গেছে, গোপন সূত্রের মদ তৈরির খবর পেয়ে গত কাল রাতে পুলিশ কামরা গ্রামে হানা দেয়।সে সময় গ্রামের একটি পুকুর পাড়ে মদ তৈরির কাজ চলছিল।সেখানেই ওই তিন জন কে ধরা হয় বলে পুলিশ জানায়।উদ্ধার হয়েছে আসি লিটার চোলাই সহ মদ তৈরির উপকরণ। আজ ধৃতদের কালনা আদালতে পাঠানো হয়।
Related articles