প্রধানমন্ত্রীর ৭০তম জন্ম দিবস ও স্বর্গীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর জন্ম দিন উপলক্ষে বিজেপি পক্ষ থেকে গ্রামীন হাসপাতালে ফল বিতরণ

এনবিটিভি ডেস্ক, মালদা: মালদহের হবিবপুর ব্লকের বিজেপির তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০ তম জন্মদিন। উপলক্ষে হবিবপুর ব্লকের বিজেপির পার্টির পক্ষ থেকে হবিবপুর ব্লকের, বুলবুলচন্ডী পার্টি অফিসে প্রথমে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যে সভাপতি স্বর্গীয় তপন সিকদার ছবিতে পুস্প অর্ঘ করেন বিজেপির কর্মীরা। পরে পার্টি অফিস থেকে রালি করে দারিভিটা স্কুলে দুই ছাত্রের তাপস ও রাজেস এর গুলিকরে হত্যা প্রতিবাদে মিছিল করে বুলবুলচন্ডী হসপিটালের মোড় পর্যন্ত করা হয়৷ তার পাশাপাশি এদিন প্রধানমন্ত্রীর জন্মদিনে পালন করেন সেবা সপ্তাহ কর্মসূচি পালন করতে বুলবুলচন্ডী গ্রামীন হাসপাতালে রোগীদের মধ্যে ফলবিতরণ জলের বোতলও হাসপাতালে থাকা সকলকে মাক্স বিতরণ করা হয় বিজেপি পক্ষ থেকে এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু, পঞ্চায়েত সমিতির সভাপতি ত্রিদীপ রায়,সহ হবিবপুর মন্ডলের জেট পি ২,৩,৪ সহ বিভিন্ন বিজেপির নেতৃত্ব এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

Latest articles

Related articles