সিনেমায় অভিনয়ের নামে “ধর্ষনের শিকার” মুম্বাইয়ের মডেল

কলকাতা : এক সিনেমা প্রযোজক তার বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ তুললো মুম্বাইয়ে এক মডেল। পুলিশের বক্তব্য অনুযায়ী ‘ গরগাও পুলিশ স্টাশনে FIR করে আশীষ ভাবসার নামে এক সিনেমা প্রযোজকের বিরুদ্ধে, এই চলতি বছরের মার্চ মাসে এক মডেল (মহিলা)।

 

সেই মহিলাটি যিনি পেশায় মডেলিং করেন, মার্চ মাসে অভিসার ভাবসর নামে এক সিনেমা প্রযোজকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩৭৬ ও ৫০৬(২) উল্লেখ করে FIR করে মুম্বাইয়ে গরোগাও পুলিশ স্টাশনে। অভিযোগের ভিত্তিতে অভিসারকে পুলিশের হেফাজতে রাখা হয়।

 

মহিলাটির বক্তব্য ‘আমাকে সিনেমাতে অভিনয় করার সুযগ করিয়ে দেওয়ার নামে আমাকে ধর্ষণ করে”। ধর্ষনের পরে আমার উপরে অনেক ভাবেই চাপ দেয় যে এই খবর কোনোভাবেই জন সমুখে না আসে । তানাহলে আমাকে হত্যা করে দেবে বলে অনেক চাপ সৃষ্টি করে।’অভিযুক্ত ব্যাক্তিকে বিচারকের সামনে আনা হলে তাকে পুলিশের হেফাযতে রাখার জন্য নির্দেশ দেয়।

Latest articles

Related articles