বুধবার সকাল আটটা নাগাদ কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের করোনা নিয়ন্ত্রণ ওয়ার্ডে আগুন লেগে যায়। ওয়ার্ড থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে চাঞ্চল্য ছড়ায় হসপিটাল চত্বরে। দমকল বাহিনী ও পুলিশকে খবর দেওয়া হলে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলবাহিনী ও বৌবাজার থানার পুলিশ। বেশ কিছুক্ষনের চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে আসে। সূত্রের খবর, অক্সিজেন মেশিনটি অতিরিক্ত গরম হওয়ায় শর্ট সার্কিটের ফলেই এই দুর্ঘটনা ঘটে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি।