বিজেপি ছেড়ে ISF এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাঞ্চন মৈত্র

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210317_183453

নিউজ ডেস্ক : এবার বিজেপি ছেড়ে এসে ISF এর হয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাঞ্চন মৈত্র।
নদিয়ায় এবার চাপড়া ও কৃষ্ণগঞ্জে প্রার্থী দিচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। চাপড়া কেন্দ্রে ওই প্রাক্তন বিজেপি নেতা কাঞ্চন মৈত্রকে টিকিট দিয়েছে  আইএসএফ(ISF)।

জানা গেছে কাঞ্চন মন্ত্র আদতে এক বিজেপি নেতা ছিলেন। আদি বিজেপি নেতা বিজেপির অন্দরমহলে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বিজেপি ছেড়ে যোগদান করেছিলেন কংগ্রেসে। সেখানেও পরিস্থিতির সঙ্গে ঠিকঠাক বনিবনা না হওয়ায় এবার তিনি যোগদান করেছেন আব্বাস সিদ্দিকীর দল সেক্যুলার ফ্রন্টে।

নদিয়ার চাপড়া এলাকার মানুষ কাঞ্চন একজন আদি বিজেপি। একবার বিধানসভা ভোটে লড়াই করেছিলেন শান্তিপুর(Shantipur) আসন থেকে। কিন্তু তাঁর দাবি, বিজেপি তাঁর সঙ্গে প্রতারণা করেছে। সেই অভিযোগেই দল ছাড়েন তিনি।

এবার সম্ভবত চতুর্মুখী লড়াই হতে পারে চাপড়ায়।  এই কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন রুকবানুর রহমান, বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করেনি। আইএসএফের পক্ষে লড়ছেন কাঞ্চন মৈত্র। পাশপাশি নির্দল হিসেব লড়াই করতে পারেন তৃণমূল নেতা দেবেশ সেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর