গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী গৃহবধূ!

সুরজিৎ দাশ, নদীয়া: গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে শান্তিপুর সুত্রাগড় অঞ্চলের জমাদার পাড়া এলাকায় জানা যায় মৃত গৃহবধূর নাম সুমনা গড়াই বয়স আনুমানিক 22 বছর।

বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ শ্বশুরবাড়ির লোকজন ঘরের দরজা খুলতেই দেখে ওই গৃহবধূ ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় রয়েছে, তড়িঘড়ি শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। স্বভাবতই মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে গোটা পরিবার। মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায় রানাঘাট মহাকুমা হাসপাতালে।

গৃহবধূর বাবার বাড়ির লোকজনদের দাবি, ওই গৃহবধূর স্বামী প্রতিদিন মদ্যপান করে গৃহবধূর উপরে মানসিক ও শারীরিক নির্যাতন চলতো।এই কারণেই মানসিক অবসাদের শিকার হয় গৃহবধূ। আর সেইকারণেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

Latest articles

Related articles