এনবিটিভি ডেস্ক: জালনোট ও বাংলাদেশী টাকা সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করল কালিয়াচক থানার অর্ন্তগত গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার ছাড়কাটোলার সাহেবগঞ্জ এলাকায়। ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃতের নাম আনিসুর রহমান(৫৮)। বাড়ি কালিয়াচক থানার ছারখাটোলা সাহাবাজপুর এলাকায়। গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে আনিসুরের বাড়িতে অভিযান চালায় বৃহস্পতিবার রাতে। সেখান থেকে উদ্ধার হয় ৩লক্ষ টাকার ভারতীয় জালনোট সব গুলো 500টাকা নোট ,৪২হাজার ৫০০টাকার ভারতীয় আসল নোট ও ৬৪২টাকা বাংলাদেশী নোট এবং দুটি মোবাইল ।
আরও জানা গিয়েছে, এই আনিসুর বাংলাদেশ দেশ থেকে চোরা পথে এই জালনোটগুলি ভারতে নিয়ে এসে পাচার করতো। তার বিনিময়ে মোটা অঙ্কের টাকা পেত। ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।