দিলওয়ার হোসেন, সুতিঃ ধারাবাহিকভাবে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে ইসলামিক বাইতুল ফান্ড। এই বাইতুল ফান্ড এলাকার গরিব মানুষের কাছে বিভিন্ন পরিষেবা দিয়ে চলেছে। আজ তার অংশ হিসেবে মুর্শিদাবাদের সুতির নেজামপুর তাওহীদ ইসলামিক অ্যাকাডেমিতে মেডিক্যাল ক্যাম্প করে চিকিৎসা পরিষেবা দিচ্ছে বাইতুল ফান্ড। প্রতি সোমবারে এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। সপ্তাহে প্রায় ১০০ এর কাছাকাছি মানুষ এই মেডিক্যাল ক্যাম্প থেকে স্বাস্থ্য পরিষেবা গ্রহন করে বলে জানালেন উদ্যোক্তারা। ডাঃ আফফান আলী, ডাঃ আব্দুল মালেক সহ বিভিন্ন ডাক্তারগণ চিকিৎসা করে থাকেন।
মেডিক্যাল ক্যাম্প এর সাথে সাথে এলাকার দুস্থ গরিব ছাত্র-ছাত্রীদের শিক্ষায় এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কোচিং সেন্টারের ফি, বই খাতা সহ বিভিন্ন সাহায্য এবং বড় বড় রোগের চিকিৎসার জন্য অনুদান এবং বিয়ের জন্য সম্পূর্ণভাবে আর্থিকভাবে সহযোগিতা করে থাকেন।