উজ্জ্বল দাস, আসানসোলঃ হোর্ডিং ও পার্কিংয়ের বকেয়া আদায়ে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে।এদিন আসানসোল পৌরনিগমে একথা জানান পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি।
ইতিমধ্যেই চলতি পার্কিং বাবদ ৭৮ লক্ষ টাকা আদায় করা হয়েছে। প্রসঙ্গত, দিন কয়েক আগে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতৃত্বরা দাবি করেছিলেন, আসানসোল পৌরনিগমে হোডিং এবং পার্কিং এর প্রায় ৩ কোটি টাকা বকেয়া রয়েছে। আর তা আদায়ের জন্য পৌরনিগমের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও এই প্রসঙ্গে আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি বলেন, ২ কোটি প্রায় ৭৮ লক্ষ বকেয়া রয়েছে তা আদায়ের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।