অমিতাভ-অভিষেকের পর এবার করোনা আক্রান্ত ঐশ্বর্যা-আরাধ্যাও

এনবিটিভি ডেস্ক: অমিতাভ, অভিষেক বচ্চনের পর এবার করোনা পজিটিভ হলেন ঐশ্বর্যা ও আরাধ্যে বচ্চনও। তবে করোনা নেগেটিভ হয়েছেন জয়া বচ্চন। বচ্চন পরিবারের অন্য সদস্য অগস্থ্য নন্দা, নভ্যা নভেলি নন্দা ও শ্বেতা নন্দার রিপোর্টও নেগেটিভ এসেছে।

শনিবার রাতে অমিতাভ ও অভিষেকের রিপোর্ট পজিটিভ আসার পরে অভিষেকের স্ত্রী ঐশ্বর্যা ও মেয়ে আরাধ্যার রিপোর্ট এসেছে রবিবার। বিগ বি-কে এখন নানাবতী হাসপাতালে রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে। তাঁর অবস্থা স্থিতিশীল এবং সংক্রমণও সামান্য বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে।

এদিন সকালে ঐশ্বর্য এবং আরাধ্যার রিপোর্ট নেগেটিভ বলে জানানো হলেও দুপুরে চূড়ান্ত রিপোর্ট এসেছে পজিটিভ।

Latest articles

Related articles