নিউজ ডেস্ক : ইংরেজি নববর্ষের প্রথম দিনে উত্তপ্ত হয়ে উঠল লাইন অফ কন্ট্রোল। বিকালে জম্মু-কাশ্মীরের রাযৌরী জেলার নওশেরা সেক্টরে অস্ত্রবিরতি লংঘন করে মর্টার শেলিং শুরু করে পাকিস্তানি সেনা। ঘটনায় প্রাণ হারান ভারতীয় সেনা।
ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে বিকাল সাড়ে তিনটা নাগাদ পাকিস্তান সেনা বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করে। আবার সাড়ে পাঁচটার সময় আরেক দফা গোলাগুলি চালায় তারা। উভয় ক্ষেত্রেই ভারতীয় সেনা উপযুক্ত জবাব দিয়েছে বলে জানানো হয়েছে।
গোলাগুলিতে ভারতীয় সেনার নায়েব সুবেদার রভিন্দর আহত হন। পরে তার মৃত্যু হয়। তবে গোলাগুলিতে এখনো পাকিস্তানের ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। এদিকে নতুন বছরের প্রথম দিনেই রক্তাক্ত হতে হলো ভারতীয় সেনা। কয়েকদিন আগেই সেনা সূত্রে জানানো হয়েছে গতবছর জম্মু-কাশ্মীরে মোট ৭৩ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন।