আর ব্যাঙ্কে লাইন নয়, কলকাতার বাড়িতে বাড়িতে আসবে এটিএম ভ্যান

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200428-WA0013

এনবিটিভি ডেস্কঃ রাজ্যের আকাশে করোনার কালো মেঘ ঘনিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রীর তরফে বারবার কড়া ভাবে সামাজিক দূরত্ব পালনের কথা বলা হচ্ছে। তথাপি লকডাউনের প্রথম দিন থেকে ব্যাঙ্কের টাকা তোলার লাইনে সামাজিক দূরত্ব প্রশ্নের মুখে দাঁড়াতে লক্ষ করা যাচ্ছে। এবার সেই সমস্যার নিকেশ ঘটাতে এইচডিএফসি ব্যাঙ্ক নিল এক অভিনব সিদ্ধান্ত। কলকাতার বাড়িতে বাড়িতে এই ব্যাঙ্কের তরফে পাঠানো হবে এটিএম মোবাইল ভ্যান।

ব্যাঙ্কের তরফে জানানো হয়, প্রথমে কলকাতার যে সমস্ত এলাকায় গ্রাহক সংখ্যা বেশি, সেই এলাকার মেইন রোডে গিয়ে দাঁড়াবে এই ভ্যান। সেখানে এসে গ্রাহক রা টাকা তুলতে পারবেন। সাথে এই ভ্যানের মাধ্যমে টাকা তোলার সময় সামাজিক দূরত্ব পালন ও স্যানিটাইজার ব্যবহার করার কথাও জানানো হয়। শুরুতে কলকাতা তে হলেও পরে জেলায় জেলায় এই পরিষেবা চালু করার কথা জানায় ব্যাঙ্ক। এই এটিএম মোবাইল ভ্যান প্রতিদিন ১১টা থেকে ৫টা পর্যন্ত পরিষেবা দেবে।

উল্লেখ্য এর আগে কলকাতার নিউ টাউনে কানাড়া ব্যাঙ্কের তরফে এই পরিষেবা দেওয়া হচ্ছে সকাল ১০টা থেকে বিকাল ৪টে পর্যন্ত।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর