সব জায়গায় পড়াশোনা জানা মানুষদের নেওয়া হলে, শিল্পীদের কেউ ‘রগড়ে’ দিয়ে যেত না। দিলীপ ঘোষের শিল্পীদের ‘রগড়ে’ দেওয়া মন্তব্যের প্রতিবাদে সরব হলেন অভিনেতা অঙ্কুশ হাজরা।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে সম্প্রতি একটি স্টেটাস শেয়ার করেন অঙ্কুশ (Ankush Hazra)। যেখানে বিজেপির রাজ্য সভাপতির শিল্পীদের ‘রগড়ে’ দেওয়া মন্তব্যের বিরোধিতা করেন অঙ্কুশ। এমনকী, সমাজের প্রত্যেক স্তরে শিক্ষিত মানুষদের নেওয়া হলে, শিল্পীদের কেউ এভাবে রগড়ে দিয়ে যেত না বলেও পালটা কটাক্ষ করেন টলিউডের (Tollywood) এই প্রথম সারির নায়ক। দেখুন কী লিখলেন অঙ্কুশ হাজরা…