হোলির আগে স্বামীর সাথে বচসা, রাগে আত্মঘাতী গৃহবধূ

হাসিবুর রহমান,ক্যানিং: হোলির আগে স্বামীর সাথে বচসা করে বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধু।মৃতের নাম শ্রাবন্তী মিস্ত্রী(২৪)। দক্ষিন ২৪ পরগনার ঘুটিয়ারি শরীফ এলাকার ঘটনা।

পরিবারিক সূত্রে জানা গিয়েছে,বিগত প্রায় বছর চারেক আগে ফোনের মাধ্যমে চম্পাহাটীর শ্রাবন্তীর সাথে যোগাযোগ হয় ঘুটিঁয়ারীশরীফ এলাকার উত্তম মিস্ত্রীর।শুরু হয় প্রেমপর্ব। গত প্রায় দুবছর আগে বিয়ে হয় তাদের। একটি নয় মাসের কন্যাও রয়েছে দম্পতির।অভিযোগ রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা হয়।সেই সময় সকলের অলক্ষ্যে বিষ খায় শ্রাবন্তী।

এরপর শ্বশুর বাড়ির লোকজন বুঝতে পেরে তড়িঘড়ি ওই গৃহবধু কে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় ক্যানিং মহকুমা হাসপাতালে । কয়েক ঘন্টা চিকিৎসার পর মৃত্যু হয় ওই গৃহবধূর। ঘটনাস্থলে পৌঁছায় ক্যানিং থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

Latest articles

Related articles