৪ বছরের পাকিস্তানি শিশু আরিশ হলেন মাইক্রোসফটের সর্বকনিষ্ঠ কর্মী

নিউজ ডেস্ক : আরিস ফাতেমা, পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির এক ৪ বছর বয়সের শিক্ষার্থী। যখন আমার দেশের সাধারণ শিক্ষার্থীরা ইংরেজি আলফাবেট শিখতেই ব্যস্ত ঠিক সেই বয়সেই মাইক্রোসফ্ট সার্টিফাইড প্রফেশনাল পরীক্ষায় ৮৩১ নম্বর অর্জন করে বিশ্বরেকর্ড গড়লেন। আর এরই সঙ্গে তিনি এখনো পর্যন্ত মাইক্রোসফট-এর ইতিহাসে সর্বকনিষ্ঠ কর্মী হওয়ার খেতাব অর্জন করলেন। তার এই অসামান্য কৃতিত্ব বিশ্বের বুকে পাকিস্তানকে এক অনন্য গৌরবের অধিকারী করল, রিপোর্ট পাকিস্তানের জিও টিভির। পরীক্ষাটিতে ন্যূনতম পাস মার্ক ছিল ৭০০ নম্বর।

 

আরিফ ফাতেমার বাবা ওসামা যিনি নিজেও খুব কম বয়সে মাইক্রোসফট-এর এই পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন তিনি জানান, খুব ছোট বয়স থেকেই বিশ্বের মধ্যে আমরা আইটি সেক্টর এর প্রতি তাঁর আগ্রহের বিষয়টি উপলব্ধি করতে পেরেছিলাম। তখন থেকেই আমরা তাকে এ দিকে আরো এগিয়ে যেতে সাহায্য করি যার ফলশ্রুতিতে আজ সে পাকিস্তানের জন্য এক অনন্য গৌরব বহন করে এনেছে।

Latest articles

Related articles