এনবিটিভি,আসানসোল: কয়লা কান্ডে বিকাশ মিশ্রকে ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আসানসোল সিবিআই আদালত। যদিও অসুস্থতার কারণে বিকাশ মিশ্রকে বুধবার আসানসোল সিবিআই আদালতে পেশ করা হয়নি।
উল্লেখ্য, বর্তমানে বিকাশ মিশ্র কোলকাতায় SSKM হাসপাতালে ভর্তি রয়েছে। তাই এদিন সিবিআই ও বিকাশ মিশ্রের আইনজীবীর দুপক্ষের শুনানি শেষে বিকাশ মিশ্রকে ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আসানসোল সিবিআই আদালতের বিচারক।
জানা গেছে, আগামী ৫ই জানুয়ারি ফের তাকে আসানসোল সিবিআই আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন।