উজ্জ্বল দাস, আসানসোল: পথ দুর্ঘটনায় এক বালকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল।ট্রাফিক পুলিশের মোটরবাইকে ভাঙচুর করলো উত্তেজিত জনতা।আসানসোল দক্ষিণ থানার 2 নং জাতীয় সড়কের কালিপাহাড়ির ঘটনা।
জানা গিয়েছে, মঙ্গলবার দুর্গাপুর থেকে এক পরিবার মোটরবাইকে আসানসোলে আসছিলেন। তখনই কালিপাহাড়ি মোড়ের কাছে একটি ট্যাঙ্কার ধাক্কা মারলে মোটরবাইকে থাকা চারজনই গুরুতর আহত হয়েছে।তাদেরকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে এক বালকের মৃত্যু হয়ে। এই ঘটনার পর কালিপাহাড়ি মোড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।অভিযোগ, এরপর ট্রাফিক পুলিশের পোস্ট লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে উত্তেজিত জনতা। ইটপাটকেল ট্রাফিক পুলিশের 3 টি মোটরবাইক ক্ষতিগ্রস্ত হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।