রাজ্যের তিন নির্বাচন কেন্দ্রের জন্য ১৫-কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে ৩০শে সেপ্টেম্বরে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Screenshot_2021_0914_150322

এনবিটিভি ডেস্ক :  ৩০- শে সেপ্টেম্বরে রাজ্য তিন কেন্দ্রে নির্বাচন তা নিয়ে রাজনৈতিক মহলে খুবই তোড়জোড় চলছে।৩০শে সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন রয়েছে পাশাপাশি মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে নির্বাচন হবে। ৩০শে সেপ্টেম্বর নির্বাচনের জন্য রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। ভবানীপুর, সামসেরগোঞ্জ ও জঙ্গীপুর এই তিনটি নির্বাচন কেন্দ্রের মধ্য ভবানীপুর কেন্দ্রে খুবই গুরুত্বপূর্ন বলে মনে করছে। এদিকে প্রতিটি নির্বাচন কেন্দ্রে দলীয় প্রার্থী ঘষনার সাথে- সাথে প্রচার পর্ব শুরু করে দিয়েছে। জাতীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করায় আগামী নির্বাচনে ১৫- কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যার মধ্য থাকছে সাত কোম্পানি CRPF, চার কোম্পানি BSF,২ কোম্পানী SSP ও এক কোম্পানি CISF এবং এক কোম্পানি ITBP থাকছে। রাজ্য সরকার যদিও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ব্যাপারে কিছু আবেদন করেনি কেন্দ্রের নিকট।

 

কেন্দ্রীয় নির্বাচন কমিশন থেকে সেই বার্তা রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে এসে পৌঁছেছে।রাজ্যে দুটি কেন্দ্রের বিধানসভা নির্বাচন ভবানীপুরে উপ-নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হয়েছিল বিজেপি।

বিজেপির প্রতিনিধিদল রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের সাথে দেখা করেছিলেন। কমিশনের কাছে উপ-নির্বাচনে আধাসামরিক বাহিনী মোতায়েনের দাবি তুলেছিলেন তারা। একুশের বিধানসভা ভোটের ফল বেরোনোর কয়েক মাস পরেই ফের রাজ্যে নির্বাচন ঘিরে যেন উত্তেজনার পারদ চড়ছে প্রত্যেকদিন। গোটা দেশের এখন নজর ভবানীপুরের দিকে।

ইতিমধ্যে ভবানীপুরে তিন দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। জোর কদমে চলছে প্রচার।আগামী ৩০ শে সেপ্টেম্বর নির্বাচনের জন্য ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। জানা গেছে দু-একদিনের মধ্যেই ১৫ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে আসবে। যে কেন্দ্রগুলিতে নির্বাচন রয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনী চলে যাবে এবং টহলদারি শুরু করবে বলে জানিয়েছে কমিশন।
যদিও গত বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অনেক অভিযোগ ওঠে।
এই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী কেমন ভূমিকা পালন করে তা সময় বলে দেবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর