আসানসোলে বামপন্থী যুব সংগঠনের নেতৃত্বে পথসভা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200915-WA0017

এনবিটিভি ডেস্ক,আসানসোল: আসানসোল বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই, এওয়াইএফআই,এসএফআই এবং আরওয়াইএফ যৌথভাবে বেকারত্বের বিষয়টি নিয়ে রবীন্দ্র ভবনের সামনে একটি পথ সভা করেছে এবং সেখান থেকে সদর মহকুমার রুলিং অফিসে সমাবেশ করেছে। সদর মহাকুমের শাসক দেবজিৎ গাঙ্গুলীর কাছে যৌথ দাবি পত্র আকারে স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল। মহাকুমা শাসক মিঃ গাঙ্গুলি তাঁর দাবি পত্র এগিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। অনুষ্ঠানে ডিওয়াইএফআইয়ের অনামিকা সরকার, এআইএফআইয়ের রাজুরাম, এসএফআইয়ের রাহুল মণ্ডল, আরওয়াইএফের সুজিত সেন দিবস, রাজ্য সম্পাদক হেমন্ত প্রভাকর,পার্থ মুখার্জি প্রমুখ উপস্থিত ছিলেন। বামফ্রন্টের যুব সংগঠনগুলির যৌথ সমাবেশকে সামনে রেখে জেলার পুলিশ প্রশাসন আসানসোল সংশোধনাগারের ফটকের সামনে সম্পূর্ণ ব্যারিকেড ছিল, বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল।সব সংস্থার নির্বাচিত প্রতিনিধিদের ৫ জন সদস্যকে মহাকুমা শাসক দেবজিৎ গাঙ্গুলির সাথে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর