অন্ধকারে ডুবে যাওয়া অন্তরও তৃষিত হয়, এক টুকরো আলোর অভাব বোধ করে। আল্লাহর রহমত ব্যতীত আত্মার প্রশান্তি অসম্ভব। দুনিয়ার সমস্ত কিছুও যদি এনে দেয় তবুও তা আত্মার প্রশান্তির খোরাক হতে পারে না।
যারা অন্ধকার জীবন ছেড়ে আলোর পথে পা বাড়িয়েছে তারা বলতে পারবে এই আলো-অন্ধকারের রুপক পার্থক্য। যারা আলোর মধ্যে থেকেই চোখ বুজে নিজেকে অন্ধকারে আড়াল করে নিয়েছে তারা আলোর স্বাদ আস্বাদন করতে পারবেনা এবং আত্মার প্রশান্তিও লাভ করবে না বরং অস্বস্তিতে তাদের হৃদয় গোমরাহীতে আটকে যাবে।
আর যারা অন্ধকারে ডুবে শেষ মূহুর্তে আলোর দেখা পেয়েছে, জীবনকে আলোকিত করার পথ খুঁজে পেয়েছে তারা পথ হারিয়ে ফেলে না।
সকল অস্বস্তি কে জীবন থেকে সরিয়ে ফেলতে চাও?
আত্মার প্রশান্তি লাভ করতে চাও?
তাহলে ফিরে এসো আলোর পথে।
এ আলোকরশ্মি যে সোজা জান্নাতের পথ উন্মুক্ত করে দিবে…
সুতরাং ফিরে এসো আলোর পথে।
সত্যের ছায়াতলে এসে আলোকিত করে দাও চারিপাশ…