মুর্শিদাবাদের সুতিতে মুখোমুখি সংঘর্ষ অটো ও স্করপিও : মৃত এগারো

মুর্শিদাবাদ জেলার সুতি থানার অধিনস্থ ধলারমোড়ে একটি স্করপিয়ো ও একটি অটোর মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের। প্রত্যক্ষ্যদর্শীদের বয়ান অনুযায়ী,অটোতে ৮ জন চাষি কলাই কেটে উমরপুর থেকে আসছিলেন আর উল্টোদিকে প্রচন্ড গতিতে আসছিল একটি স্করপিও। তখনই ঘটে যায় এই ভয়াবহ দূর্ঘটনা।তাদের মধ্যেই স্করপিওতে থাক দুই ব্যক্তি সুতি থানার মধুপুর এলাকার বাসিন্দা । কিছুক্ষণের মধ্যে সুতি থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে নিয়ে যান হসপিটালে। মধুপুর গ্রামে দুইজন তরতাজা যুবক হারিয়ে যাওয়ায় গ্রাম জুড়ে নেমেছে শোকের ছায়া।

Latest articles

Related articles