নিউজ ডেস্ক : ক্যারিয়ারের শুরু থেকেই বাবার আজমকে বেশিরভাগ ক্রিকেট বিশেষজ্ঞ বিরাটের মানের ব্যাটসম্যান বলে অভিহিত করেন। আর তাদেরকে কোনো দিনই হতাশ করেননি তিনি। দেশে বিদেশে সব জায়গায় ক্রিকেটীয় ব্যাকরণ মেনে খেলে গিয়েছেন একের পর এক অনবদ্য সব ইনিংস। তার ফলে ভেঙেছেন বহু রেকর্ড। অনেকক্ষেত্রে ছাপিয়ে গিয়েছেন কোহলিকে ও। আর এবার কোহলির থেকে তিনি ছিনিয়ে নিলেন বিশ্ব সেরা ODI ব্যাটসম্যানের তাজ। তার রেটিং পয়েন্ট এখন ৮৬৫ এবং কোহলির পয়েন্ট ৮৫৭।
কোহলিকে খুব সাম্প্রতিক সময়ে অফ ফর্মে দেখা গিয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে তার সংগ্রহ মাত্র ১২৯ রান। যেখানে বাবর আজম নিজের দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় বারের জন্য এশিয়ার প্রথম দেশ হিসেবে ওডিআই সিরিজ জিততে সাহায্য করেছেন। তার ব্যাটে থেকে তিন বছরে এসেছে ৭৬ গড়ে ২২৮ রান। একই সময়ে তিনি বিশ্বের দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে টি ২০ ক্রিকেটে ৬০০০ রান পূর্ণ করেছেন। সেখানেও তিনি বিরাটের থেকে ১৯ টি ইনিংস কম খেলে এই পরিমাণ রান সংগ্রহ করেছেন। বিরাটকে কোনো একদিন ছাপিয়ে যাবেন বাবর আজম। এমন আশা পাকিস্তানের তারকাদের এমনকি বহু আন্তজার্তিক তারকাও বিশ্বাস করেন বিরাটের সঙ্গে তার কড়া মোকাবিলা হবে যদি তিনি নিজেকে মাঝপথে হারিয়ে না ফেলেন। তবে সে সব প্রত্যাশা কতটা পূরণ হবে তা বহু বিতর্কের অবকাশ রাখে কিন্তু এখন বাবর আজম বিশ্ব ক্রিকেটে বহু দিন পর বিরাটের সিংহাসন দখল করে নিয়েছেন, যার ফলে আরো জমে উঠবে এই দুই তারকার লড়াই।