স্বপ্নের ছন্দে টাইগাররা, অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডকেও টি-২০ সিরিজে হারাল বাংলাদেশ

এনবিটিভি ডেস্ক: অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ড। বাংলাদেশের হাতে টি-টোয়েন্টি সিরিজে দুরমুশ আরও এক শক্তিধর দেশ। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুরে নিল বাংলাদেশ। জিতল ৬ উইকেটে।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যায় নিউজিল্যান্ডের কাছে। তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ব্যাটিং। প্রথম ওভারের পঞ্চম বলেই ওপেনার রচীন রবীন্দ্রকে হারায়। এরপর একে একে উইকেট পড়তে থাকে। রুখে দাঁড়ান একমাত্র উইল ইয়ং। তিনি ৪৮ বলে ৪৬ করেন। অধিনায়ক টম লাথাম ২১ করেছেন। বাংলাদেশের হয়ে চারটি করে উইকেট নিয়েছেন নাসিম আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।

জবাবে বাংলাদেশেরও একসময় ব্যাটিংয়ে ধস নামে। লিটন দাস, শাকিব আল-হাসান এবং মুশফিকুর রহিম পরপর ফিরে যান। তবে অধিনায়ক মাহমুদুল্লা (অপরাজিত ৪৩) এবং মহম্মদ নইমের (২৯) সৌজন্যে ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই মুহূর্তে তারা সিরিজে এগিয়ে রয়েছে ৩-১ ব্যবধানে।

Latest articles

Related articles