বিজেপির রথ আটকে গেল মুর্শিদাবাদের বেলডাঙায়

রাজ্য জুড়ে পরিবর্তন যাত্রা শুরু করেছে বিজেপি। পরিকল্পনামাফিক বাংলার ২৯৪ টি আসন ঘুরবে ৫ টি রথ। গোটা ফেব্রুয়ারি-মার্চ মিলে ঘুরে ৫ টি রথ এসে থামবে উত্তর ২৪ পরগণার ব্যারাকপুরে। ৬ তারিখ, শনিবার নদীয়া জেলার নবদ্বীপ থেকে প্রথম রথটির যাত্রা শুরু করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে। এদিন সকালে এই রথটি আটকে গেলো মুর্শিদাবাদের বেলডাঙায়। বিজেপির অভিযোগ, রথযাত্রার ফলে সাম্প্রদায়িক সমস্যা হতে পারে। এই যুক্তিতে বেলডাঙা থানার পুলিশ এদিন সকালে যাত্রাপথ বদল করতে বলে। নির্দেশ মানতে না চাওয়ায় প্রায় ২ ঘন্টা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান উপস্থিত বিজেপি নেতারা। পরে, আজকের মত স্থগিত রাখা হলো যাত্রা। আগামীকাল বহরমপুর থেকে আবার পরিবর্তন যাত্রা শুরু হবে বলে জানিয়েছে বিজেপি রাজ্য নেতৃত্ব। এদিকে ইতিমধ্যেই বিজেপি বনাম তৃণমূল তরজা চরমে। তৃণমূল জেলা সভাপতি আবু তাহের এন.বি টিভি কে জানালেন, ‘‌প্রশাসন তার কাজ করেছে।

তৃণমূল কংগ্রেসের তরফে পুলিশকে কোনও বিশেষ নির্দেশ দেওয়া হয়নি। বরং নিরপেক্ষভাবে কাজ করতে বলা হয়েছে। পুলিশ হাত তুলে নিলে রথ কেনো, কোনও কিছুই বের করতে পারবে না বিজেপি।’‌ কাল বহরমপুরে সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আবার রুট অনুযায়ী কাল গোটা দিন বহরমপুর ও তার আশেপাশের এলাকাতেই ঘুরবে বিজেপির রথ। সব মিলিয়ে তাই রাজনীতির পারদ চড়ছে মুর্শিদাবাদে।

Latest articles

Related articles