
আরও একবার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে পা রাখলেন বঙ্গসন্তান
তিন বছর পর আরও একবার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে দুই বাঙালি পর্বতারোহীর পা পড়ল। নিঃসন্দেহে এই ঘটনার বাঙালির মুকুটে আরও এক পলক যোগ করল। তবে রুম্পা দাসের এভারেস্ট জয় খুব একটা মসৃণ ছিল না। এভারেস্টের চূড়ায় অসুস্থ হয়ে পড়েন পর্বত আরোহী রুম্পা দাস। আশঙ্কাজনক অবস্থায় রুম্পাকে উদ্ধার করে নিচের ক্যাম্পে নিয়ে আসা হয়।
সুত্র মারফত খবর, গত বৃহস্পতিবার দুপুরে মাউন্ট এভারেস্টে পা রাখেন রানাঘাটের বাসিন্দা সুব্রত ঘোষ ও রুম্পা দাস। তবে এই চেষ্টা প্রথমবার নয়, এর আগে ২০২১ সাল নাগাদ এভারেস্ট জয়ের প্রাণপ্রান্ত প্রচেষ্টা করেছিলেন রুম্পা দাস। ২০২১ সালেই কৃষ্ণনগরের মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগরের হয়ে প্রথমবারের জন্য এভারেস্টে অভিযানে সামিল হয়ন রুম্পা। এরপর করণায় আক্রান্ত হয়ে পড়েন রুম্পা। তবে কোনোভাবেই হাল ছাড়েননি এই বঙ্গ সন্তান। ২০২৫ এ ফের দু’ চোখ ভরা স্বপ্ন নিয়ে মাউন্ট এভারেস্টের চোরায় আরোহন করার প্রস্তুতি শুরু করেন রুম্পা দাস।