বাইকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে রক্তাক্ত তিন

বাইকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে রক্তাক্ত তিন।মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকাল এগারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে। আহত হয়েছেন মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের বাসিন্দা তথা বাইক চালক মহম্মদ এহেতেসান (৩০) ও সুলতানা নগর গ্রাম পঞ্চায়েতের মনহরপুর গ্রামের বাসিন্দা তথা বাইক চালক বাপি চন্দ্র দাস(৩৬) ও সরনপুর গ্রামের বাসিন্দা তথা বাইক আরোহী কৃতানন মন্ডল(৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন এগারোটা নাগাদ মহম্মদ এহেতেসান রামপুর গ্রাম থেকে বাজার করে বাড়ি ফিরছিল। অপরদিকে তুলসীহাটা থেকে বাইক নিয়ে রামপুর গ্রামে কাজ করতে আসছিল বাপি চন্দ্র দাস ও কৃতানন মন্ডল। নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ে যায় তিন। স্থানীয়রা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্ৰামীন হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বাইক উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে খবর।

Latest articles

Related articles